প্রকাশিত: Sat, Dec 31, 2022 3:59 PM
আপডেট: Thu, Jul 3, 2025 5:33 PM

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলের আইনি পরিণতি সম্পর্কে মতামত দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাস করেছে। এতে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানিয়ে বলেছে, এই রেজুলেশনটি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে মতামত দেবে। প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ভোট দিয়েছে মোট ৮৭টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ২৬টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ৫৩টি দেশ।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত যে মতামত দেবে গুরুত্বের বিচারে তা যথেষ্ট হলেও, সেই মতামত বা পরামর্শ বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই। সম্পাদনা: খালিদ আহমেদ